ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত; তবে তার আগেই খুলছে স্কুল।
Published : 20 Jun 2024, 04:20 PM
কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা তিন সপ্তাহের যে ছুটি স্কুলগুলো পেয়েছিল, তা কমিয়ে আনা হয়েছে এক সপ্তাহ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুলাইয়ে বদলে ২৬ জুন বুধবার খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান।
পরে উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, “শীত, তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ ও ৩ জলাই থেকে ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংরক্ষিপ্ত করে ২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হল। আগামী ২৬ জুন থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।”
সাধারণত জুন মাসে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ে যাওয়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়। সেই ছুটি শুরু হয় ১৩ জুন থেকে।
১৭ জুন ছিল কোরবানির ঈদ। তারপর ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা ছিল।
তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের পাঠ্যসূচি শেষ করতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগেই ছুটি কমিয়ে ২৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে।
আগামী ৩ জুলাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সূচি রয়েছে।
পুরনো খবর