সংসদ বসছে ২৮ অগাস্ট

এই অধিবেশন খুব বেশি দীর্ঘ নাও হতে পারে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 11:25 AM
Updated : 11 August 2022, 11:25 AM

একাদশ জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন বসছে ২৮ অগাস্ট।

ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।

গত ৩০ জুন শেষ হয়েছিল সংসদের অষ্টাদশ অধিবেশন। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য বসতে যাওয়া এই অধিবেশন খুব বেশি দীর্ঘ নাও হতে পারে।

এবার অধিবেশনও গত বাজেট অধিবেশনের মতো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।