বিদেশ কর্মী পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

র‌্যাব বলছে, গ্রেপ্তার তিনজন সাধারণ মানুষকে ‘টার্গেট’ করে তাদের বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2023, 07:49 AM
Updated : 14 Feb 2023, 07:49 AM

ভালো কাজ ও বেশি বেতনের কথা বলে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থআত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. আনোয়ার হোসেন (৪২), মাসুদুর রহমান (৪২) ও মো. রাশিদুল কবির (২৮)।

তাদের ‘সংঘবদ্ধ প্রতারকচক্র’ অ্যাখ্যায়িত করে র‌্যাব কর্মকর্তা ফারজানা বলেন, “দীর্ঘদিন ধরে ওই তিনজন সাধারণ মানুষকে টার্গেট করে তাদের বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করে আসছেন। মালয়েশিয়ায় নিজেদের কোম্পানি থাকার কথা বলে সেখানে কিছু সংখ্যক কর্মী পাঠানোর কথা তারা বলতেন।”

তিনি জানান, ভালো বেতন, বছরে দুটো বোনাস আর থাকা-খাওয়া ফ্রিসহ নানা সুবিধার কথা বলে প্রলুব্ধ করা হত বিদেশে যেতে আগ্রহীদের। তাদের কথা বিশ্বাস করে অনেকে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছে।

“এরপর দীর্ঘদিন পার হলেও কোনো অগ্রগতি না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন টাকা জমা দেওয়া ব্যক্তিরা। কিন্তু ওই তিনজন তাদের সঙ্গে গালিগালাজ আর খারাপ আচরণ করেন। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলেও প্রাণনাশের হুমকি দিতেন,” বলেন ফারজানা।