মেঘনা সেতুতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
Published : 02 Nov 2024, 09:43 PM
মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জের মেঘনা সেতুতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বন্ধুও।
শনিবার বিকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ডের কাছে তারা দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত নিহন তালুকদার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে নিহন ছিলেন বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহনকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা হিরণ তালুকদার বলেন, “বিকালে নিহন তার মামার মোটরসাইকেলে নিয়ে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। তাদের মেঘনা ব্রিজে যাওয়ার কথা ছিল। পথেই দুর্ঘটনার শিকার হয়।”
সাইনবোর্ড এলাকা থেকে রাসেল নামে নিহনের এক বন্ধুরও যোগ দেওয়ার কথা ছিল।
তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনেছি, একটি মাছের ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়েছে। কাব্য মোটরসাইকেল চালাচ্ছিল আর নিহন আরোহী ছিলেন। ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন।”
আহত কাব্য অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান রাসেল।