তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনার মামলায় ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, বলছে পুলিশ।
Published : 03 Feb 2025, 06:40 PM
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও হকার্স লীগের নেতাকর্মীরা রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনার মামলায় ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি তারা।
এর আগে শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।