দুদেশের মধ্যে নবম এই নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
Published : 11 Feb 2024, 05:27 PM
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মিরা রেজনিক। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
সোমবার সকালে তার ঢাকায় পৌঁছনোর কথা জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার শুরু হতে যাওয়া এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে।
বিবৃতিতে বলা হয়, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত এবং শান্তিপূর্ণ রাখা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের।”
দুদেশের মধ্যে নবম এই নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)