ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে, বলছে পুলিশ।
Published : 12 Sep 2024, 11:55 PM
ঢাকার মিরপুরের শাহ আলী এলাকার একটি বাড়ি থেকে ‘বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার’ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।
এ সময় ওই বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ এ ইউনিট।
বৃহস্পতিবার রাতে বাড়িটিতে অভিযানে এ দুজনকে আটকের কথা বলেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আটক রেজওয়ানুল ইসলাম (২৩) ও মাহমুদুল ইসলাম (২৬) আপন ভাই।
পুলিশ কর্মকর্তা তালেবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”
অভিযান শেষে সিটিটিসি ওই বাড়ি থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, দুটি রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং উদ্ধার করার তথ্য দিয়েছে।