বদলি কর্মকর্তাদের মধ্যে নয়জন উপমহারিচালক ও ১০ জন পরিচালক।
Published : 26 Aug 2024, 12:21 AM
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের আন্দোলনের মধ্যেই বাহিনীটির ঊর্ধ্বতন ১৯টি পদে রদবদল করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে রদবদলের এ আদেশ দেওয়া হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে নয়জন উপমহারিচালক ও ১০ জন পরিচালক।
কে কোথায় গেলেন
উপ-মহাপরিচালকদের মধ্যে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিচালক সাইফুল্লাহ রাসেলকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে (অপারেশনস), খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমি, সদর দপ্তরের উপ মহাপরিচালক (অপারেশনস) মো. ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মো. সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
পরিচালকদের বদলির আদেশে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি- প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ির দিঘীনালা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরের পরিচালক (অপারেশনস), সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর একাডেমির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা ১৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙামাটির ঘাগড়ার পরিচালক মুনমুন সুলতানাকে সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে অঙ্গীভূত আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে রোববার দুপুরের পর থেকে সচিবালয় অবরোধ করে রাখে। রাতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে আনসাররা ছত্রভঙ্গ হয়ে সচিবালয় ছেড়ে চলে যায়।
এসময় সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিছু আনসার সদস্যকে পাহারা দিয়ে রাতে সচিবালয়ে বসিয়ে রাখতেও দেখা যায়।