গত ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে’ সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য চেয়ে চিঠি দিয়েছিলেন শাহানুর আলম।
Published : 13 Aug 2024, 02:48 PM
কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষয়-ক্ষতি নিরূপণের জন্য তথ্য চেয়ে চিঠি জারি করা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়কি বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্তের কথা জানানো হয়।
সোমবার শাহানুর আলম স্বাক্ষরিত এক চিঠিতে ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে’ সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য চাওয়া হয়। ধর্ম মন্ত্রণালয় থেকে ওই চিঠি জারি করার দুই ঘণ্টার মাথায় তা বাতিল করা হয়।
এরপর মঙ্গলবার শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করে নতুন অফিস আদেশে বলা হয়, “সোমবার ইস্যু করা পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পূর্ণ একক সিদ্ধান্তে জারি করা হয়। পত্রটি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থায় পাঠানো হয় এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
“এ ধরনের গুরুতর ঘটনার কারণে মন্ত্রণালয় ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তার দায়িত্বে চরম অবহেলার কারণে মন্ত্রণালয় ও যথাযথ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সামিয়ক বরখাস্ত করার কথা জানানো হয়েছে আদেশে।