গণআন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল প্রাঙ্গণে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল; পরে শাহবাগ থানায় মামলা হয়।
Published : 19 Sep 2024, 11:58 PM
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় প্রতিষ্ঠানটির এক চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর অধ্যাপক মো. হাসানুল হক নিপুণকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান।
তিনি বলেন, গাজীপুর মহানগর পুলিশ তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় হস্তান্তর করেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু মেডিকেল প্রাঙ্গণে রাখা বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলসহ ২০টির বেশি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরকার পতনের পর গত ১৭ সেপ্টেম্বর এ ঘটনায় শাহবাগ থানায় নাশকতার মামলা হয়। ডা. হাসানুল হক এ মামলা গ্রেপ্তার হলেন।