ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে বহু যানবাহন; তাতে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে যানজট।
Published : 03 Sep 2024, 10:15 AM
রাত থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন সড়ক; সকালে পথে নেমেই বিপত্তিতে পড়েছেন অফিসযাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, পল্লবী, বনানী, জিগাতলা, ধানমন্ডি ২৭ নম্বরসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তা তলিয়ে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। ইঞ্জিনে পানি ঢুকে বিকল যানবাহন আটকে আছে রাস্তায়। তাতে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে যানজট।
মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে থাকতে দেখ যায়। পানি থাকায় ওই সড়কে ব্যাটারিচালিত রিকশা চলছে না, প্যাডেল রিকশাও কম। তাতে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা।
মিরপুরের আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মা জেসমিন সুলতানা বলেন, "সেনপাড়া থেকে বাচ্চাকে নিয়ে আসব। কিন্তু কোনো রিকশা আসতে রাজি হয় না। ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলে তার রিকশার মোটরে পানি ঢুকবে। এজন্য হাঁটুপানি মাড়িয়ে আসতে হয়েছে। পানিতে ফুটপাতও তলিয়ে গেছে।"
ইঞ্জিনে পানি ঢোকায় মিরপুর ১০ নম্বরের সড়কে তিনটি মিনিবাস, একটি মাইক্রোবাস বিকল হয়ে আটকে থাকতে দেখা গেছে। সেখানে নষ্ট হয়ে যাওয়া গাড়ি মেরামত করার চেষ্টা করছিলেন হা-মিম গ্রুপের মাইক্রোবাসের চালক মোহাম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, টেকনিক্যাল মোড় থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিলেন তিনি। ১০ নম্বর মোড়ে এসে গাড়ি বিকল হয়।
"রাস্তায় অনেক পানি, ইঞ্জিনে পানি ঢুকছে। এক ঘণ্টা ধরে এখানে বসে আছি গাড়ি নিয়া। বাংলা কলেজ থেকে এই পর্যন্ত আসতে অন্তত ১৫টা গাড়ি দেখছি রাস্তায় খাড়াইয়া আছে।"
ট্রাফিক পুলিশের সহকারী উপ পরিদর্শক সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টা থেকে ডিউটি করছেন তিনি। রাস্তায় প্রায় কোমর সমান পানি ছিল।
"এখন পানি কিছুটা কমছে। আইসা দেখি কয়েকটা গাড়ি মাঝখানে বন্ধ হয়ে আছে। লোকজন সাথে নিয়ে সেগুলো ধাক্কা দিয়ে রাস্তার পাশে নিয়ে আসছি। পানির কারণে গাড়ি যেতে পারে না, তাতেই যানজট লাগছে।"
মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ার সড়কেও বেশকিছু যানবাহন বিকল হয়ে যানজট সৃষ্টি হয়েছে।
সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় গাড়ি আটকে থাকায় ১০ নম্বর থেকে আগারগাঁওয়ের দিকে গাড়ি যাচ্ছে খুব কম।
"ওইদিকে অনেক গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে ওই রাস্তায় গাড়ি ছাড়তে পারতেছি না।"
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টা থেকে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। এর আগের ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সাথে বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।