সিআইডি প্রধানের দায়িত্বে মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী মিয়া আগে টুরিস্ট পুলিশের প্রধান ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 12:44 PM
Updated : 2 Oct 2022, 08:50 AM

টুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিআইডি প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। গত বছরের ৩১ জুলাই চাকরির বয়সসীমা শেষ হওয়ার আগে সরকার তাকে ফের এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল।

তার স্থলাভিষিক্ত হওয়া মোহাম্মদ আলী মিয়ার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি বিসিএসের পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

মোহাম্মদ আলী ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।