বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিং হবে।
Published : 30 Oct 2023, 12:55 PM
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতি কূটনীতিকদের কাছে ব্রিফ করার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিং হবে বলে জানিয়েছে
এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকার কূটনৈতিক মিশন,
জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের উদ্দেশ্যে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন বলে ওই বার্তায় জানানো হয়েছে।