৩৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
Published : 05 Nov 2024, 07:58 PM
ষাটের দশকের কবি হোসেনে আরা হোসেন মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি স্বামী এ বি এম মকবুল হোসেন, দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনে আরাকে গত ৩০ সেপ্টেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিনে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
পরিস্থিতির অবনতি হলে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে।
পরিবারের সদস্যরা জানান, হোসনে আরা কয়েক বছর ধরে স্নায়ু, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ অক্টোবর হার্ট অ্যাটাক হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হোসনে আরা ১৯৫০ সালের ১৫ অগাস্ট কুমিল্লার নাঙ্গলকোটে জন্মগ্রহণ করেন। বাবা আহমদ উল্লাহ ও মা দেলোয়ারা আফরোজ চৌধুরীর মেজ মেয়ে ছিলেন এ সাহিত্যিক। তার বাবা আহমদ উল্লাহ কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ছিলেন।
ষাটের দশকে নানা প্রতিকূলতার মধ্যেও দেশ-সমাজ-প্রকৃতি নিয়ে কবিতা ও ছোট গল্প রচনা করেন হোসনে আরা। বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত কুমিল্লা আহমদ উল্লাহ-দেলোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের প্রধান এ উদ্যোক্তা বিভিন্ন জনহিতকর কাজে সম্পৃক্ত ছিলেন।