অবসরে যাওয়ার আগে মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি।
Published : 24 Jul 2023, 07:50 PM
পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সুপ্রদীপকে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা নিখিল কুমার চাকমাকে ২০২১ সালের ৬ জুলাই দুই বছরের চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করেছিল সরকার। নিখিলের চাকরির মেয়াদ শেষে সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
বিসিএস ১৯৮৫ ব্যাচে সরকারি চাকরিতে যোগ দেওয়া সুপ্রদীপ চাকমা মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।