সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, আয়মান সাদিক কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার কারণে টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে।
Published : 16 Jul 2024, 03:24 PM
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ইন্টারনেটভিত্তিক শিক্ষামাধ্যম টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার পর নানামুখি আলোচনা হচ্ছে ফেইসবুকে।
সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার কারণে স্টার্টআপ বাংলাদেশ এ সিদ্ধান্ত নিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিনিয়োগ বাতিলের কারণ স্পষ্ট করে বলেননি। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।”
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার নিজেদের ফেইসবুক পেইজে এক পোস্টে ঘোষণা দেয়- "টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।"
এর পরপরই ওই পোস্ট নিজের ফেসবুক পেইজ থেকে শেয়ার করেন প্রতিমন্ত্রী পলক।
বিনিয়োগ বাতিলের কারণ জানতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ইনভেস্টমেন্ট ম্যানেজার মো. দেওয়ান আদনানকে ফোন করা হলে তিনি কোম্পানির মার্কেটিং ম্যানেজার নাফিস ইসলামকে ফোন করার পরামর্শ দেন।
পরে নাফিস ইসলামকে ফোন করলে প্রথমে তার নম্বরটি ব্যস্ত পেলেও, পরে সেটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে জানতে আয়মান সাদিকের মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া যায় তার নম্বরও।
বিনিয়োগ বাতিলের বিষয়টি আওয়ামী লীগ সমর্থক অনেকেই ফেইসবুকে শেয়ার করেছেন, কেউ কেউ এই সিদ্ধান্তের পক্ষেও কথা বলছেন। অন্যদিকে বিনিয়োগ বাতিলের সিদ্ধান্তের কারণে অনেকে সরকারের সমালোচনা করছেন।
কয়েকজন লিখেছেন, আয়মান সাদিক কোটাবিরোধী আন্দোলনে সমর্থন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফেইসবুকে পোস্ট দেওয়ায় বিনিয়োগ বাতিলের এমন সিদ্ধান্ত নেওয়া হল।
অ্যাকাডেমিক ও ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত ‘মোটিভেশনাল স্পিচ’ দিয়ে আসা আয়মান সাদিক কোটা আন্দোলন নিয়ে চুপ ছিলেন। সেজন্য আন্দোলনকারীদের টিপ্পনির মুখে পড়েছিলেন তিনি।
এর মধ্যেই গত ১৩ জুলাই রাতে তিনি কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ফেইসবুকে পোস্ট দেন। সেখানে লেখেন, “কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা। #QuotaMovement”
এরপর সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে আরেকটি পোস্ট দেন আয়মান সাদিক।
সেখানে তিনি লেখেন– “রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ অনুষদের সাবেক ছাত্র আয়মান সাদিক একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তার ফেইসবুক পেইজের প্রোফাইলেও এখন কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্লোগান লেখা রয়েছে।
আয়মান সাদিকের ওই পোস্টের কারণেই টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করা হয়েছে কি না, সেই প্রশ্ন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সামনে রেখেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি ওই প্রশ্নের মুখোমুখি হন।
“আমি বলব, ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখা উচিত। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, তাহলে একটা কথা তো আছে- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
টেন মিনিট স্কুলসহ এ ধরনের ৩০টি আইসিটি উদ্যোগে ১২০ কোটি টাকার বিনিয়োগ করেছে সরকারি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে ৫ কোটি টাকা পাওয়ার কথা ছিল টেন মিনিট স্কুলের।
ওই বিনিয়োগ কেন বাতিল করা হল, সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পলক বলেন, “বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।”