সবশেষ ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Published : 08 Dec 2024, 07:56 PM
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে; এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন রোগী।
এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২৯ জনের মৃত্যু হল। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সবশেষ ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪০ জন, ঢাকা বিভাগে ১২৪ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ৬৭ জন, খুলনায় ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৩১ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৪৬৭ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২৩২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯০৫ জন; আর ১৩২৭ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৭ হাজার ৭৪৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৪৮৫ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বর মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে ডিসেম্বরের প্রথম আট দিনে ৪৭৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।