৪১১ দশমিক ৫০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যার মধ্যে প্রায় এক টন কোরবানির বর্জ্য।
Published : 20 Jun 2024, 08:09 PM
রাজধানীর বনশ্রী খাল পাড়ের (মেরাদিয়া খাল) অংশ থেকে ৪১১ মেট্রিক টনের বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার বেলা ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত বর্জ্য অপসারণ করা হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ৪১১ দশমিক ৫০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যার মধ্যে প্রায় এক টন কোরবানির বর্জ্য।
তিনি জানান, বনশ্রী খাল পাড়ের ওই অংশের বর্জ্য নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে বুধবার দুপুর ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০টি ডাম্প ট্রাক, ১টি হুইল স্কেভেটর ও ১টি বেক-হো লোডার এবং প্রয়োজনীয় জনবল নিয়ে বর্জ্য অপসারণ শুরু করে।