নতুন দলে যোগ দিতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে সন্ধ্যায় গুঞ্জন ওঠে।
Published : 23 Feb 2025, 08:50 PM
নতুন দলে যোগ দিতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে রোববার সন্ধ্যায় গুঞ্জন ওঠে। যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পতাকা ছিল না বলেও খবর দেয় একটি টেলিভিশন।
এ বিষয়ে জানতে নাহিদ ইসলামকে ফোন করা হলে তিনি ধরেননি। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে পাওয়া যায় ভিন্ন তথ্য।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ বিষয়ে উপদেষ্টা নাহিদ মহোদয়কে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন, ‘না, আমি পদত্যাগ করি নাই।’”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে কয়েক সপ্তাহ ধরে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত ১৭ ফেব্রুয়ারি নাহিদ বলেন, "সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছেন অনেক আগেই।
"আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে সরকার থেকে পদত্যাগ করব। আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি; সম্ভাবনা আছে। হয়ত এ সপ্তাহের শেষে আপনাদের সবাইকে জানাতে পারব।"
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।
বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শ থেকে ২০০ জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তান। ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা ৩০০ জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো সারা হবে।
সারাদেশে এ দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে নানা তৎপরতা চলছে এখন।
এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পুরনো খবর
নতুন দলে যাচ্ছেন? সিদ্ধান্ত এ সপ্তাহেই, বললেন নাহিদ
অভ্যুত্থানের 'নায়কদের' সামনে রেখে হচ্ছে নতুন দলের আহ্বায়ক কমিটি