ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Published : 14 Dec 2014, 08:34 PM
রোববার সকালে সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সিন্ডিকেট সদস্য দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমানের নেতৃত্বে গঠিত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী প্রক্টর অরূপ বড়–য়াকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, এফ রহমান হলের প্রভোষ্ট অধ্যাপক এস এম মনিরুল হাসান ও আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রাশেদ-উন নবী।
সভায় যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপস্থিত সব সদস্যরা একমত হয়েছেন জানিয়ে মাছুম আহমেদ বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তের পর তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
ভবিষ্যতে কেউ যদি পরিস্থিতি বিশৃঙ্খল করতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়।
সভায় বিশ্ববিদ্যালয় বা হল বন্ধের কোনও সিদ্ধান্তও হয়নি বলে জানান তিনি।