দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাও হবেন বিসিএস উত্তীর্ণরা

বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাও নিয়োগ দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2014, 04:07 PM
Updated : 17 June 2014, 04:07 PM

নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ সংশোধন করে বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের এই সুযোগ রেখে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির তালিকাভুক্ত নিয়োগ শেষ করার পরেই ‍দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে হবে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিভুক্ত সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরে শূন্য পদে জনবল নিয়োগ দেয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অনুরোধ পাঠাতে হয়। ওই তালিকা ধরেই ওইসব পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

গত ২৮তম বিসিএস থেকে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা কোনো ক্যাডায় পায়নি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হচ্ছিল।

এক বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর আরেকটি বিসিএসে উত্তীর্ণদের নিয়োগের আগ পর্যন্ত আগের বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়।

তবে এই নিয়োগ বিধিমালা সংশোধন হওয়ায় এখন বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে।