দীপের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আরিফ রায়হান দীপের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2013, 11:22 AM
Updated : 10 April 2013, 11:22 AM

বুধবার বিকাল ৫টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।

এদিকে স্কয়ার হাসপাতালে দীপের অস্ত্রোপচার হয়েছে। তাকে দেখতে বুধবার রাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল।

মঙ্গলবার সকালে নজরুল ইসলাম হলে কুপিয়ে জখম করা হয় বুয়েট ছাত্রলীগের নেতা দীপকে।

হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুয়েট শিক্ষার্থীদের ধারণা, এই হামলায় ধর্মীয় উগ্র মৌলবাদীদের যোগসাজশ রয়েছে, কারণ কয়েকদিন আগেই হেফাজতে ইসলামের পক্ষ নেয়া এক ইমামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভূমিকা রেখেছিলেন তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী।

‘বুয়েট পরিবার’ ব্যানারে মানববন্ধনে দীপের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি হলে নিরাপত্তা জোরদারের দাবিও জানায়।

জামায়াত সংশ্লিষ্ট বুয়েটের সব ইমামকে প্রত্যাহারের দাবিও জানিয়েছে মানববন্ধনকারীরা।

এই কর্মসূচিতে অংশ নেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান, বুয়েটের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. সবদার আলী, ড. মাসুম ইকবাল প্রমুখ।

বুয়েট ছাত্রের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে স্কয়ার হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীপ ম্যাকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।”

তিনি জানান, মঙ্গলবার রাতে দীপের একটি অস্ত্রোপচার হয়েছে, তার জ্ঞান পুরোপুরি এখনো ফেরেনি।