কারিগরির সেরা ২০

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল, তাদের পয়েন্ট ৭৯ দশমিক ৪৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2011, 11:15 AM
Updated : 12 May 2011, 11:15 AM
ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে কারিগরি শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল, তাদের পয়েন্ট ৭৯ দশমিক ৪৬।
এ স্কুলের ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
৭২ দশমিক ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুল। এ স্কুলের ৫৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
তৃতীয় স্থানে রয়েছে সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম উচ্চবিদ্যালয়। তাদের পয়েন্ট ৬৭ দশমিক ৬৫। এখান থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৫ জন, যাদের ১৮ পেয়েছে জিপিএ-৫।
এছাড়া চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রামের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, পঞ্চমে ইউসেপ-রাজশাহী টেকনিক্যাল স্কুল, ষষ্ঠ খুলনার ইউসেপ-মহসিন টেকনিক্যাল স্কুল, সপ্তমে টাঙ্গাইলের সুতি ভি. এম. পাইলট উচ্চ বিদ্যালয়, অষ্টমে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং দশমে পাবনার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট।
এছাড়া ১১তম থেকে ২০ এর মধ্যে পর্যায়ক্রমে রয়েছে শরীয়তপুরের ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর আলহাজ্জ্ব কাজী রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয়, জামালপুরের ঝাওলা গোপালপুর এম. এল. উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের বেলায়েত হোসাইন বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, নড়াইলের লক্ষীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়, জামালপুরের পাতাদহ কইরা উচ্চ বিদ্যালয় এবং জামালপুরের ফুলকোচা উচ্চ বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২২৭ ঘ.