বাউল নিপীড়ন: প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় বাউল নিপীড়নের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2011, 11:26 AM
Updated : 21 April 2011, 11:26 AM
চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশায় বাউল নিপীড়নের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা শাখা, প্রমা আবৃত্তি সংগঠন, চারণ, অবসর, বোধন আবৃত্তি পরিষদসহ চট্টগ্রামের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংহতি প্রকাশ করে।
উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বাউলদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়া হয়। এরপর মামলা হলে এক আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।
বাউল নির্যাতনের এ ঘটনা নিয়ে সারাদেশে সমালোচনা ওঠে। বিভিন্ন সংগঠন কর্মসূচিও পালন করে। হাইকোর্টে একটি রিট আবেদনও হয়।
বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানাতে মঙ্গলবার নির্দেশও দেয় হাইকোর্ট। পাশাপাশি বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, বাউল স