অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে বসিলায় লাউতলা খাল খনন শুরু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 09:28 PM BdST Updated: 24 Jan 2022 09:45 PM BdST
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের দ্বিতীয় দিনে খাল ভরাট করে গড়ে তোলা ট্রাক টার্মিনাল উচ্ছেদ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে সোমবার ট্রাক টার্মিনাল উচ্ছেদের পর সেই জায়গায় শুরু হয়েছে খাল খনন।
মেয়র সাংবাদিকদের বলেন, অভিযান চলার সময় সামনে ট্রাক স্ট্যান্ড থাকুক, বা দশ তলা ভবন থাকুক, কিংবা বাজার থাকুক, সব ভাঙা হবে।
“আমি আগেও বলেছি আবারও বলছি, অবৈধভাবে যারা দখল করেছেন, তাদের উচ্ছেদ করতে আমি বৈধ নোটিস দিব না। খালটি দখল করে ফেলায় এসব এলাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। মানুষের ভোগান্তি হয়।
“খাল উদ্ধার কার্যক্রমে জনগণ আমাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এরচেয়ে বড় সাপোর্ট আর লাগে না।”

আতিকুল ইসলাম বলেন, “লাউতলা খালটি উদ্ধারের পর খনন করে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত করে এতে পানি প্রবাহের সৃষ্টি করা হবে। নগরীর প্রত্যেকটি খালই মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।”
লাউতলা খালের দুটি অংশ। একটি অংশের প্রস্থ প্রায় ১০০ ফুট, অন্যটি ৪৬ ফুট। তবে দুই অংশই অনেকটা ভরাট করে গড়ে তোলা হয়েছৈ বিভিন্ন স্থাপনা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক্সক্যাভেটর দিয়ে মাটি সরিয়ে লাউতলা খালকে মূল আকৃতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

রোববার এ অভিযানের শুরু থেকেই মেয়র আতিকুল ইসলাম মানচিত্র হাতে নিয়ে ঘুরে ঘুরে উচ্ছেদ কাজের তদারক করছেন। সারাদিন অভিযানে থাকায় নগর ভবনের অন্যান্য কাজের ফাইল যাতে আটকে না যায়, সেজন্য সোমবার তিনি লাউতলায় রীতিমত চেয়ার-টেবিল পেতে অফিসও করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
-
ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর
-
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার
-
প্রশ্নপত্র ফাঁস: মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল
-
বৃষ্টির আভাস, তাপদাহও কমে আসছে
-
ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
-
‘ইতিহাস ছিল ঠোঁটস্থ, বিশ্লেষণই ছিল স্বকীয়তা’
-
ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
-
কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ