জলবায়ু নিয়ে বৈঠকে যোগ দিতে ইংল্যান্ড সফরে পরিবেশমন্ত্রী

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আগে মন্ত্রী পর্যায়ের বৈঠক ‘দ্য জুলাই মিনিস্টেরিয়াল’ এ যোগ দিতে যুক্তরাজ্য সফরে গেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 12:24 PM
Updated : 24 July 2021, 12:24 PM

শনিবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে চারটায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশমন্ত্রী।

জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা ‘কপ টোয়েন্টি সিক্স’ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠেয় ‘দ্য জুলাই মিনিস্টেরিয়াল’ বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন তিনি।

বৈঠকে আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে ‘কপ টোয়েন্টি সিক্স’ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার আহ্বান জানাবেন পরিবেশমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, ‘লস এন্ড ড্যামেজ’, ‘আর্টিকেল-সিক্স’ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন মন্ত্রী শাহাব উদ্দিন।

জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন বা ‘ইউএনএফসিসি’র সব সদস্য দেশকে আসন্ন জলবায়ু সম্মেলনে নিজেদের প্রত্যাশা তুলে ধরার জন্য এর আগে ‘দ্য জুলাই মিনিস্টেরিয়াল’ বৈঠকের চিঠি দিয়েছিলেন অলোক শর্মা।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।

সফর শেষে তিন সদস্যের দলটি আগামী ১ অগাস্ট স্থানীয় সময় বিকেল ৩টায় বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।