কমলাপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 07:05 AM
Updated : 11 May 2021, 07:05 AM

মতিঝিল থানার পরিদর্শক (অপারেশনসে)  রফিকুল ইসলাম জানান, ওই এলাকার বিন্নী গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে টিটিপাড়া বস্তির মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

ফলে টিটিপাড়া বস্তির সামনের সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ওই কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, “আমাদের দুই মাসের বেতন বাকি। ঈদের বোনাস দেয়নি। মালিকপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না।”

আফরোজা নামের আরেক শ্রমিক জানান, তারা প্রায় চারশ কর্মী সকাল ৯টার পর থেকে রাস্তায় বিক্ষোভ করছেন।

“আমাদের বেতন বোনাস দিচ্ছে না, ঈদের ছুটিতো শুরু হয়ে গেছে। কখন আর পাব।”

শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। 

পরিদর্শক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থন করছেন। তারা বেতন বোনাস চান। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। "