সুপ্রিম কোর্টে মতিন খসরুর জানাজা, ফুলেল শ্রদ্ধায় বিদায়

প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় দেওয়া হল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 07:40 AM
Updated : 15 April 2021, 07:40 AM

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিভিন্ন স্তরের আইনজীবীরা।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরুর রাষ্ট্রীয় সম্মান জানায় পুলিশের একটি দল।

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারের পক্ষ থেকে মতিন খসরুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, সহকর্মী আইনজীবী, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

তার আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রয়াত সভাপতি আব্দুল মতিন খসরুর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। পরে মতিন খসরুর ছেলে মুনায়েম ওয়াসিফ তার বাবার জন্য দোয়া চান।

আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে ভার্চুয়ালি যুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে আব্দুল মতিন খসরুর মৃত্যু সংবাদ জানিয়ে কোর্টের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করেন।

প্রধান বিচারপতি আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোর্টের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।

সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বিকালে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

মতিন খসরুর জন্ম ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে।

আওয়ামী লীগে যুক্ত মতিন খসরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।