নকল খাদ্যপণ্য উৎপাদন, পুরান ঢাকায় দুইজনের সাজা

নকল খাদ্যপণ্য উৎপাদন করায় পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 10:59 AM
Updated : 24 Feb 2021, 10:59 AM

ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানিয়েছেন, বুধবার দুপুরে সোয়ারীঘাট এলাকার দেবীদাস ঘাটের একটি বিস্কুট কারখানায় অভিযান চালানো হয়।

“অস্থাস্থ্যকর পরিবেশে ট্রেডমার্ক ছাড়া বিভিন্ন নামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল বিস্কুট উৎপাদন করা হচ্ছিল ওই কারখানায়। ট্রেডমার্ক ছাড়া উৎপাদন করা মানেই নকলপণ্য।”

তিনি বলেন, ওই কারখানার পরিচালক জহির আহমেদকে এক বছর ও ব্যবস্থাপক তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজা দেওয়া হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, কারখানাটি সিলগালা করা না হলেও উৎপাদন বন্ধ করা হয়েছে।