হান্নান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 05:16 PM
Updated : 29 Nov 2020, 07:15 PM

তার দপ্তর থেকে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা এবং জেল হত্যা মামলার তদন্তে সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান খানের নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কথা ‘শ্রদ্ধার সাথে’ স্মরণ করেছেন সরকারপ্রধান।

এক শোকবার্তায় তিনি বলেছেন, “যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবেও তিনি সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত আব্দুল হান্নান খান রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে অবসরে যাওয়ার পর ২০১১ সালের ১২ জানুয়ারি হান্নান খানকে আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ওস্তাদ শাহাদাৎ হোসেনের মৃত্যুতে শোক

বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান সঙ্গীতাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।