মেঘ কেটে গেলে নামবে শীত
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 02:26 AM BdST Updated: 27 Nov 2020 02:26 AM BdST
-
শীতের আমেজ চলছে উত্তরাঞ্চলে, সকালে ঘাসের ডগায় মিলছে শিশির বিন্দুর দেখা।
পঞ্জিকার পাতা ধরে শীত আসতে সপ্তাহ দুয়েক বাকি থাকলেও তার আমেজ বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে।
ভোরের কুয়াশা, হিমেল হাওয়া, সকালের মিষ্টি রোদ এখন প্রকৃতিতে। শীতের আমেজের সঙ্গে শীতের পিঠাপুলি ও সবজি এখন মিলছে রাস্তার মোড়ে-বাজারে। ভিড় বাড়ছে শীত বস্ত্রের পসরায়ও।
কার্তিকের শেষভাগে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাবে দু’তিন ছিল হিমহিম ভাব। তখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
এরইমধ্যে সাগরে ছিল ঘূর্ণিঝড় নিভার। এর প্রভাব বাংলাদেশে পড়েনি।
তবে মাঝ অগ্রহায়ণে কয়েকদিন ঊর্ধ্বাকাশে মেঘের আনাগোনা বাড়বে। মেঘ কেটে গেলেই শীতের আমেজ বাড়ার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিুজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অতিক্রম করে গুরুত্বহীন হয়ে পড়েছে। শনিবার থেকে রাতের তাপমাত্রা দুয়েকদিন কমতে পারে। এসময় শীতের অনুভূতি বাড়বে।”
তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারিতে শীতের তীব্রতা থাকবে। এখন শীতের আমেজ থাকবে অঞ্চল ভেদে। রাজধানীতেও মাঝে মাঝে ঠাণ্ডা অনভূতি বাড়বে। তবে শীত আসবে আরও কিছু দিন পর।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তামিল নাড়ুতে আছড়ে পড়া নিভার ঝরাচ্ছে তুমুল বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করেছে।
পরবর্তীতে শক্তি হারিয়ে এটি আরও উত্তর উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপে রূপ নেয়।
বর্তমানে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপটি অবস্থান করছে।
এটি আরও উত্তর পশ্চিম দিকে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।
-
‘সোনার বার’ ছিনতাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেপ্তার
-
ডোপ টেস্ট: চাকরি হারিয়েছেন ঢাকার ২৫ পুলিশ
-
বঙ্গব্ন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু
-
আবরার হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
-
ব্যাংক এশিয়ার কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
-
ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২
-
পঞ্চম ধাপে ৩১ পৌরসভার ভোট ২৮ ফেব্রুয়ারি
-
শেয়ার ফেরত: পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যানকে হাই কোর্টে তলব
-
ডোপ টেস্ট: চাকরি হারিয়েছেন ঢাকার ২৫ পুলিশ
-
নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
-
‘সোনার বার’ ছিনতাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেপ্তার
-
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে পরামর্শকের সঙ্গে চুক্তি
-
রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
-
আবরার হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’