তামিল নাড়ুতে আছড়ে পড়া নিভার ঝরাচ্ছে তুমুল বৃষ্টি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 12:29 PM BdST Updated: 26 Nov 2020 02:48 PM BdST
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ার পর বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অসংখ্য গাছ উপড়ে ফেলা ছাড়াও তুমুল বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
Related Stories
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের আগে রাত আড়াইটার দিকে ঝড়টি পুদুচেরির ৩০ কিলোমিটার উত্তরে তামিল নাড়ুর উপকূলীয় শহর মারাক্কানামে আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
নিম্নচাপ থেকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ এবং পরে শক্তি হারিয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়া নিভার আছড়ে পড়ার আগেই উপকূলীয় রাজ্যগুলোর প্রায় দুই লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঝড়ে গাছ উপড়ে ও দেয়াল ধসে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়ের কারণে হওয়া তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তামিল নাড়ুর সবচেয়ে বড় শহর চেন্নাইয়ের বেশ কয়েকটি সড়ক ডুবে গেছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ছবি ও ফুটেজে চেন্নাইয়ে উপড়ে পড়া গাছ ও কিছু রাস্তায় হাঁটু সমান উচ্চতার পানিতে লোকজনকে হাঁটতে দেখা গেছে।
ঝড়ের কারণে কেবল পুদুচেরিই ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত দেখেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভি নারায়নাসামী। কেন্দ্রশাসিত অঞ্চলটির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।
সাগরে ঘূর্ণিঝড় নিভার, যাচ্ছে তামিলনাড়ুর দিকে
“পুদুচেরি জলাবদ্ধ অবস্থায় পতিত হয়েছে, অসংখ্য গাছ উপড়ে পড়েছে,” বৃহস্পতিবার সকালে বলেছেন নারায়নাসামী।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুদুচেরি এবং তামিল নাড়ুর কাডেলোর শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
কাডেলোর, নাগাপাত্তিনামসহ তামিল নাড়ুর বিভিন্ন উপকূলীয় শহর ও পুদুচেরিতে বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকবে এবং এ এলাকাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের
-
‘কোভিডের শেষের শুরু’, টিকা নিচ্ছে ভারত
-
‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত ভারত
-
আফগানিস্তানে বহুবিবাহ নিরুৎসাহিত করে তালেবানের ডিক্রি জারি
-
কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই হরিদ্বারে শুরু কুম্ভ মেলা
-
ওঁৎ পেতে বাঘ, ঝড়-দারিদ্র্য ঠেলছে সুন্দরবনের আরও গভীরে
-
মিয়ানমারকে কিছু কোভিড-১৯ টিকা দেবে চীন
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের
-
‘কোভিডের শেষের শুরু’, টিকা নিচ্ছে ভারত
-
কোভিড-১৯: ‘বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত ভারত
-
আফগানিস্তানে বহুবিবাহ নিরুৎসাহিত করে তালেবানের ডিক্রি জারি
-
কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই হরিদ্বারে শুরু কুম্ভ মেলা
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি