ঢাকায় ‘কিশোর গ্যাংয়ের’ সাত সদস্য গ্রেপ্তার

রাস্তার পাশে আড্ডায় মিলিত হয়ে মেয়েদের উত্ত্যক্ত করা, পথচারীদের থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকার আগারগাঁও এলাকা থেকে একটি ‘কিশোর গ্যাংয়ের’ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 07:03 PM
Updated : 19 Oct 2020, 07:03 PM

র‌্যাব-২ এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগারগাঁওয়ের ৬০ ফুট এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“তারা সবাই পারভেজ গ্রুপের সদস্য। তাদের অধিকাংশই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, বখাটে।”

এই র‌্যাব কর্মকর্তা বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ‘কিশোর গ্যাংয়ের’ নানা অপকর্মের খবর আসে। রাস্তার ধারে বসে অযাচিত আড্ডা, মারামারি, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগ প্রতিনিয়ত আসছে।

এমনই একটি অভিযোগ পাওয়া যায় যে, কিছু ছেলে আগারগাঁওয়ের ৬০ ফুট এলাকায় রাস্তার ধারে নিয়মিত আড্ডা দেয় এবং তাদের কারণে ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হন। তাদের আচরণে অনেকে বিব্রত হন।

“কোনো কারণ ছাড়াই অজুহাত সৃষ্টি করে সাধারণ মানুষের সাথে ঝামেলা করে অর্থ হাতিয়ে নেয়। কখনও কখনও মারামারিও করে।”

এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।