পল্লবী থানায় বিস্ফোরণ: রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে দুই মামলায় ১৪ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 04:04 PM
Updated : 14 August 2020, 04:04 PM

শুক্রবার গোয়েন্দা পুলিশ তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার মহানগর হাকিম ইলিয়াস মিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় তাদের আইনজীবী শামীমুল ইসলাম ও ওয়াজেদ আলী জামিন চাইলে তা নাকচ করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই সেলিম হোসেন এ তথ্য জানান।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম।

গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় সোর্সসহ পাঁচজন আহত হন।

রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ নামের ওই তিনজনকে ওইদিন অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। পল্লবী থানায় নেওয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন যন্ত্রে লুকানো বোমার বিস্ফোরণ ঘটে।

পরদিন তাদের আদালতে হাজির করে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুকুজ্জামান মল্লিক। বিচারক ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

বিস্ফোরণের ওই ঘটনার পর পুলিশের মিরপুর বিভাগের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।