যাত্রাবাড়ীতে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ও শনির আখড়ায় পৃথক দুর্ঘটনায় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 11:40 AM
Updated : 8 August 2020, 11:40 AM

নিহতরা হলেন- শাকিল নাহার (৩০) ও মো. পারভেজ (২৮)।

শাকিল নাহারের স্বামী সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও আট বছর বয়সী ছেলেকে নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ঢাকায় আসেন। তারা যাচ্ছিলেন নোয়াখালীতে। তিনি সেখানে ব্র্যাকে চাকরি করেন।

সকাল ৯টার দিকে রায়েরবাগ এলাকায় তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি তেলের গাড়ি ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে রাস্তার পাশে পড়ে যান।

সোহরাব বলেন, তিনি নিজে হাতে সামান্য আঘাত পেয়েছেন, তার স্ত্রী শাকিল নাহার মাথায় আঘাত পান। তবে ছেলে তাওহিদ হাসান আঘাত পাননি।

শাকিল নাহারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তেলের গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে।

এদিকে শনিবার ভোররাতে শনির আখড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে চালক পারভেজ মারা যান।

ওসি মাজহারুল বলেন, পারভেজকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পারভেজ আগে পিকআপ ভ্যান চালতেন। কিছু দিন ধরে তিনি মোটরসাইকেলে করে যাত্রী আনা-নেওয়া করছিলেন। পারভেজ নারায়ণগঞ্জ থেকে কাজলা ব্রিজ স্কুল গলির বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।