সারওয়ার আলীর বাড়িতে হামলায় গ্রেপ্তার তরুণের স্বীকারোক্তি

মুক্তিযোদ্ধার ডা. সারওয়ার আলীর বাসায় হামলার ঘটনায় গ্রেপ্তার তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 06:52 PM
Updated : 14 Jan 2020, 06:52 PM

জবানবন্দিতে তিনি ডাকাতির উদ্দেশ্যে হামলার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

ফরহাদ (১৮) নামে ওই তরুণকে সোমবার গ্রেপ্তারের পর পুলিশ এই কথাই বলছিল।

তবে সারওয়ার আলী এটাতে জঙ্গি হামলা বলে সন্দেহ করছেন। বিভিন্ন সংগঠনও একই সন্দেহ করছে।

ফরহাদ মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর কাছে জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত সাহা বলেন, স্বীকারোক্তিতে আসামি ফরহাদ বলেছেন, সারওয়ার আলীর বাসায় ডাকাতি ও অর্থ লুটের উদ্দেশ্যেই তারা দেশীয় অস্ত্র নিয়ে হানা দিয়েছিলেন।

“তদন্তে এখনও জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি,” বলেন তদন্ত কর্মকর্তা।  

হামলায় ফরহাদসহ মোট সাতজন জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে সারওয়ার আলীর আগের গাড়িচালক নাজমুলকে।

এই মামলায় গত ৭ জানুয়ারি সারওয়ার আলীর বারি দারোয়ান ‌মো. হাসান ও বর্তমান গা‌ড়িচালক হা‌ফিজুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। গত ১০ জানুয়ারি তারা মহানগর হাকিম হাবিবুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হামলার পরদিন ৬ জানুয়ারি হাসান ও নাজমুলের নাম উল্লেখসহ অজ্ঞাত-পরিচয়ের চার–পাঁচজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সারওয়ার আলী।