ইউপি: ৭৪টি উপ নির্বাচন ও ৬টি সাধারণ নির্বাচন চলছে

দেশের ৮০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2019, 03:58 AM
Updated : 30 Dec 2019, 03:58 AM

সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট বিকাল ৫টা পর্যন্ত একটানা চলবে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন হচ্ছে। বাকি ৭৪টি ইউনিয়নে বিভিন্ন পদে উপ-নির্বাচন চলছে।

সাধারণ নির্বাচন হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া; ভোলার চরফ্যাশনের নূরাবাদ ও আহাম্মদপুর; কুমিল্লা সদর দক্ষিণের গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে।

আশফাকুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। এসব নির্বাচনের মধ্যে মাত্র দুটি ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।”