ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 08:45 AM
Updated : 25 August 2019, 08:45 AM

ফজলুর রহমান নামে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি শুক্রবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাসা রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা মেডিকেলে ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া চালু হওয়ায় ফজলুর রহমান ডেঙ্গুতে মারা গেছেন কি না- তা এখনই বলতে চান না তারা।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শনিবার যে ৫৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতলে ভর্তি ছিলেন, ফজলুর রহমান তাদেরই একজন।  

বর্তমানে এ হাসপাতালে ৪৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান হাসপাতাল পরিচালক।

ডেথ রিভিউ প্রক্রিয়া শেষে এ বছর ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৭৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।