বায়তুল মোকাররমের পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটসংলগ্ন মার্কেটের ভেতরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 07:50 AM
Updated : 19 June 2019, 08:27 AM

বুধবার বেলা ১২টার দিকে আগুন লাগার পর আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসে বলে মসজিদের প্রধান নিরাপত্তারকর্মী মো ইসমাইল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার বিগ্রেড সদস্যরা চলে যায়। শর্টসার্কিট থেকে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“আগুন লাগার পরপরই পুরো মসজিদ মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এববং দোকানপাট বন্ধ করে সবাই বের হয়ে আসে।”

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার সাথে সাথে পৌঁছাতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড় ধরণের ক্ষতি হতে পারতো।”

আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এদিকে ঘটনার পর বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা পাওয়ার স্টেশন সরানোর দাবিতে বিক্ষোভ করে।

ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. ইয়াকুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই পাওয়ার স্টেশনে কয়েকবছর ধরে বার বার আগুন লাগলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। অবিলম্বে এটা না সরালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।