সমাজকল্যাণ কর্মচারীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

সমাজ কল্যাণ অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 08:03 AM
Updated : 21 May 2019, 08:03 AM

ওই নারী জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সমজাজ কল্যাণ অধিদপ্তরের অফিস সহকারী শামিমুর রহমানের বিরুদ্ধে নিরর্যাতনের অভিযোগ আনেন।

তবে শামিমুর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। 
প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই নারী জানান, ২০০৭ সাল থেকে তিনি ‘হেল্প ফর ইউ’ নামের এবকটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন।

তিনি বলেন, “ওই সুবাদে বিভিন্ন সময় সমাজ সেবা কার্যালয়ে যাওয়া-আসা করতে হয়। ২০১৩ সালে সমাজসেবায় গেলে শামিম মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিতে চাইলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন।”
শামিমুরের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “২০১৫/১৬ অর্থবছরে আমার সংগঠনের নামে অনুদান আত্মসাৎ করে। এ বিষয়ে অধিদপ্তরে অভিযোগ করেও সুবিচার পাইনি।”
ওই নারী বলেন, তার অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সমাজসেবা অধিদপ্তরের ৫১১ নম্বর কক্ষে দুই পক্ষ বিষয়টি নিয়ে আলোচনায় বসলে সেখানেও শামিম তার ওড়না ধরে টানাটানি করেন।
এ বিষয়ে জানতে শামিমুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই নারী ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অধিদপ্তরে ১৭টি অভিযোগ করেছেন এবং প্রতিটি অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছে।
“প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন ওই নারী।”