এসএসসি: দুই দিকে শীর্ষস্থান ধরে রেখে রাজশাহী ও ঢাকা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার টানা সাপ্তমবারের মত পাসের হারে এগিয়ে আছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 07:42 AM
Updated : 6 May 2019, 10:28 AM

আর ২০০১ সালে মাধ্যমিকে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চলতি বছরের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে, ৭০ দশমিক ৮৩ শতাংশ।

এক নজরে এবারের ফলাফল

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

পাসের হার (%)

পাসের হার (%)

 

২০১৯

 

২০১৮

২০১৭

ঢাকা

৭৯.৬২

২৯৬৮৭

৮১.৪৮

৮৬.৩৯

রাজশাহী

৯১.৬৪

২২২৯৫

৮৬.০৭

৯০.৭০

কুমিল্লা

৮৭.১৬

৮৭৬৪

৮০.৪০

৫৯.০৩

যশোর

৯০.৮৮

৯৯৪৮

৭৬.৬৪

৮০.০৪

চট্টগ্রাম

৭৮.১১

৭৩৯৩

৭৫.৫০

৮৩.৯৯

বরিশাল

৭৭.৪১

৪১৮৯

৭৭.৭১

৭৭.২৪

সিলেট

৭০.৮৩

২৭৫৭

৭০.৪২

৮০.২৬

দিনাজপুর

৮৪.১০

৯০২৩

৭৭.৬২

৮৩.৯৮

মাদ্রাসা

৮৩.০৩

৬২৮৭

৭০.৮৯

৭৬.২০

কারিগরি

৭২.২৪

৪৭৫১

৭১.৯৬

৭৮.৬৯

মোট

৮২.২০

১০৫৫৯৪

৭৭.৭৭

৮০.৩৫

রাজশাহী বোর্ডে ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৬ সালে ৯৫ শতাংশ, ২০১৫ সালে ৯৪ দশমিক ৯৭ শতাংশ, ২০১৪ সালে ৯৪ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৩ সালে ৯৪ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে; যা পাসের হারের দিক থেকে ছিল ওইসব বছরের শীর্ষ অবস্থান।

শিক্ষামন্ত্রী জানান, এবার ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি- ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাধ্যমিকে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে প্রতি বছরই পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে থেকেছে ঢাকা বোর্ড।