জগন্নাথ ছাত্রলীগের স্থগিত কমিটি এবার বিলোপ

এক মারামারির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল, আবার মারামারির পর এবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 03:01 PM
Updated : 19 Feb 2019, 04:52 PM

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হল।”

গত ৩ ফেব্রুয়ারি জগন্নাথ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর কমিটির সব কার্যক্রম স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

তারপর সংগঠনের একটি পক্ষ আগের  কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি তোলে।

তাদের সঙ্গে সোমবার ব্যাপক সংঘর্ষ বাঁধে স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের সমর্থকদের।

তাতে অন্তত দুই ডজন আহত হন। সংঘর্ষের সময় সাতজন সাংবাদিকও আক্রান্ত হয়েছিলেন।

সংঘর্ষের সময় সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজয়ানুল হক শোভন বলেছিলেন, “তাদেরকে (জবি ছাত্রলীগ) একবার স্থগিত করে সংশোধনের সুযোগ দিয়েছি। এব্যাপারে তদন্ত করে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে।”