‘মুসলিম বিদ্বেষী’ মন্তব্য: মিয়ানমারকে ক্ষমা চাইতে আহ্বান

মিয়ানমারের এক মন্ত্রীর ‘মুসলিম বিদ্বেষী’ মন্তব্যের জন্য ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 07:49 PM
Updated : 5 Dec 2018, 07:49 PM

ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লুইন উকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে বাংলাদেশের পক্ষে কড়া বার্তা জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিয়ানমারের ধর্ম বিষয়কমন্ত্রীর বক্তব্য যে বাংলাদেশের মানুষের মনে আঘাত হেনেছে, তা কড়াভাবে জানিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূতকে। তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে।”

মিয়ানমারের মন্ত্রী মঙ্গলবার বলেছিলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের মগজ ধোলাই করে তাদের মিয়ানমার অভিমুখে যাত্রা করতে প্ররোচিত করা হচ্ছে।

তিনি এর আগে মুসলিমদের উদ্দেশ করে আরও কটূ মন্তব্য করেন।  

বৌদ্ধপ্রধান মিয়ানমারে নির্যাতনের মুখে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

তাদের ফেরত নিতে মিয়ানমার চুক্তি করলেও প্রত্যাবাসন এখনও শুরু করা যায়নি।