
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রসহ শিল্প স্থাপন বন্ধের দাবি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2018 01:43 AM BdST Updated: 28 Aug 2018 01:43 AM BdST
সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ শিল্প স্থাপন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাপা’র সহ-সভাপতি কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “সুন্দরবনের এই প্রকল্পটি অস্বচ্ছ, দুরভিসন্ধি ও গণবিধ্বংসী। সরকার কার স্বার্থে এবং কাকে খুশি করার জন্য আত্মঘাতী প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তা আমার বোধগম্য নয়।”
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, “সুন্দরবন বিনাশী একের পর এক সরকারি পদক্ষেপে আমরা আজ খুবই উদ্বিগ্ন। বর্তমানে বায়ুদূষণ এমন মাত্রায় গেছে, যার ফলে বাংলাদেশের মানুষের আয়ু কমে যাচ্ছে। কারণ সুন্দরবন হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুসফুস।”
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “আমরা কখনোই উন্নয়নের পরিপন্থি নই। উন্নয়নের নামে ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের পরিবেশ আজ জিম্মি।”
বাপা’র নির্বাহী সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমাদের আশঙ্কাই গবেষণার তথ্যে আবারও প্রমাণিত হয়েছে। আমরা বারবার বলে আসলেও সুন্দরবন বিনাশী কার্যক্রম চলছেই। বিদ্যুৎ উৎপাদনের তকমা ঝুলিয়ে সুন্দরবন ধংস করবেন না।”
সংবাদ সম্মেলন সুন্দরবন বিষয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির প্রস্তাব সম্পূর্ণ বাস্তবায়ন, নির্মাণের সব কাজ অবিলম্বে বন্ধ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবনের পার্শ্ববর্তী বা অভ্যন্তরের নির্মাণাধীন ও পরিকল্পিত ৩২০টি ও সকল সরকারি-বেসরকারি প্রকল্প ও স্থাপনা অপসারণ, নির্মাণাধীন প্রকল্প অবিলম্বে বন্ধ, বরাদ্দকৃত সব প্লট অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
বাপা’র সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- কেরানীগঞ্জে দগ্ধ আরও তিনজনের মৃত্যু
- প্রথম ধাপে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- একাত্তরের গণহত্যা অস্বীকারকে ‘অপরাধ’ গণ্য করার দাবি
- বিজয় দিবসে প্যারেড স্কয়ার ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ
সর্বাধিক পঠিত
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- চলে গেলেন পৃথ্বীরাজ
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- পাকিস্তান যেতে ক্রিকেটারদের জোর করবে না বিসিবি
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর
- নাগরিকত্ব আইন: ফুঁসছে পশ্চিমবঙ্গও, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার ভ্রমণ সতর্কতা
- মাশরাফিদের সঙ্গে পারল না মোসাদ্দেকের সিলেট
- জন্ম নিয়ন্ত্রক বড়ির ক্ষতিকর দিক