খুলনার ভোটে বৃষ্টির বাগড়ার আশঙ্কা

খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 04:51 PM
Updated : 14 May 2018, 04:51 PM

মঙ্গলবার জ্যেষ্ঠ মাসের প্রথম দিনে হচ্ছে খুলনা সিটির নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ৩১টি ওয়ার্ডের খুলনা সিটিতে ভোটার রয়েছে প্রায় ৫ লাখ। ভোটকেন্দ্র রয়েছে ২৮৯টি।

খুলনার আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার খুলনায় বৃষ্টির চান্স রয়েছে।

“সেক্ষেত্রে সকাল থেকে দুপুরের যে কোনো সময়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অন্তত আধঘণ্টার মতো এমন আবহাওয়া থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।”

মাঝারি ধরনের বৃষ্টি হলেও তাতে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা করছেন না তিনি।

খুলনায় সোমবার বৃষ্টি না থাকলেও কালবৈশাখীর এ মওসুমে মঙ্গলবার দিনের যে কোনো সময় ঝড়-বৃষ্টির আভাস দেন এ কর্মকর্তা।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।