নির্বাচনী সংলাপের প্রতিবেদন সরকারের কাছে

নির্বাচনী সংলাপের সুপারিশসহ প্রতিবেদন সরকারের সব মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 05:15 PM
Updated : 16 April 2018, 05:15 PM

রোববার ইসির জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিসহ প্রতিবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন গত বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কর্মপরিকল্পনা তৈরি করার কাজে হাত দেয়।

সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে গত জুলাই-অগাস্ট মাসে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ করে তারা।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সংলাপে পাওয়ার মতামত নিয়ে এক মাস আগে প্রতিবেদন প্রকাশ করে ইসি।

সংলাপ শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের বলেছিলেন, “সংলাপের সুপারিশ রাজনৈতিক দল ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হবে। ইসির পক্ষে যেগুলো বাস্তবায়ন সম্ভব সেগুলো করা হবে।”