আন্তরিকতার সঙ্গে খানা জরিপ করতে বললেন রাষ্ট্রপতি

ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের তথ্য ভাণ্ডার (এনএইচডি) শুমারির কাজে জড়িতদের আন্তরিকতা ও সততার সঙ্গে জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 02:46 PM
Updated : 22 Jan 2018, 02:46 PM

সোমবার বঙ্গভবনে দ্বিতীয় পর্যায়ের এনএইচডি শুমারির ফরম পূরণের সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি এসময় বলেন, “সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছানোর জন্য হাউজহোল্ড জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি এসময় শুমারির কাজে সব ধরনের সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।”

শুমারির কাজকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, নাগরিকদের প্রকৃতি সেবা দিতে এই কাজ গুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের শুমারির কাজ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ১০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, দ্বিতীয় পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রোকোণা জেলাসহ মোট ২৫টি জেলায় এক কোটি ৬০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

এভাবে তিন পর্যায়ে সারাদেশের তিন কোটি ৬০ লাখ খানা থেকে সাক্ষাৎকারের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।