আহমেদ কামালের কফিনে ফুল দিয়ে বিএনপির শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 02:44 PM
Updated : 24 Nov 2017, 03:56 PM

শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষেও মহাসচিব আলাদা পুষ্পস্তবক অর্পন করেন।

বৃহস্পতিবার বিকালে বাসাবোর ভাড়া বাসায় মারা যান আহমেদ কামাল। তার বয়স হয়েছিল ৭০ বছর।

জিয়াউর রহমানসহ পাঁচ ভাইয়ের মধ্যে আহমেদ কামাল ছিলেন সবার ছোট। জীবিত ছিলেন শুধু তিনিই।

বাবা মনসুর রহমানের চাকরির সুবাদে পশ্চিম পাকিস্তানে উচ্চ শিক্ষা নেন আহমেদ কামাল। স্বাধীনতার পর দেশে ফিরে বাংলাদেশ পর্যটন করপোরেশনে এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন তিনি। ২০০৬ সালে অবসরে যাওয়ার আগে তিনি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

অবিবাহিত ‍ছিলেন আহমেদ কামাল। তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন বলে বন্ধু ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল (ফাইল ছবি)

তার জানাজায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল বারী ড্যানি, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মুন্সি বজলুল বাসিত আনজু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হাফেজ আবদুল মালেক, হেলাল খান, শায়রুল কবির খান, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক আাসাদুর রহমান খান, আহমেদ কামাল খানের চাচাত ভাই মাহমুদুল হোসেন, ভাতিজা মাহবুব আল-আমীন ডিউ, এস ইসলাম ডনসহ বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী- সমর্থক অংশ নেন।

জানাজার পর সড়কপথে অ্যাম্বুলেন্সে করে কামালের কফিন নেওয়া হয় গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে। সেখানে রাতে অ্যাম্বুলেন্সে রেখে শনিবার বাদ জোহর জানাজা শেষে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে পরিবারের সদস্যরা জানিয়েছেন।