পল্লী উন্নয়ন বোর্ড বিল সংসদে

সামরিক আমলে প্রণীত ‘বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স-১৯৮২’ বাতিল করে বাংলায় নতুন আইন করতে সংসদে বিল উঠেছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 01:33 PM
Updated : 22 Nov 2017, 01:33 PM

বুধবার ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিল-২০১৭’ সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পরে বিলটি ৪৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হচ্ছে।

আগে বিধান ছিল বোর্ড বছরে ছয় বার ও দুই মাসে একবার সভা করবে। এটাকে পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে প্রতি ৬ মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা হবে।

আগে ৫ জনের কম হলে কোরাম হত না, প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এক তৃতীয়াংশ সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য এর আইনি কাঠামো শক্তিশালী করা প্রয়োজন। ১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যাবতীয় কার্যক্রমকে আইনের আওতায় আনার লক্ষ্যে আইনটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”