ঢাকায় নারীদের জন্য আধুনিক টয়লেট

ঢাকায় প্রথমবারের মতো চালু হয়েছে নারীদের জন্য আধুনিক, স্বাস্থ্যসম্মত টয়লেট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 12:35 PM
Updated : 19 Oct 2017, 12:35 PM

বৃহস্পতিবার বিকালে গাউসিয়া মার্কেটের নূর ম্যানশনের তৃতীয় তলায় ফিতা কেটে এর উদ্বোধন করেন অভিনেত্রী অপি করিম।

মার্কেট চলাকালীন সময়ে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত টয়লেটটি ব্যবহার করা যাবে; ব্যয় হবে ১০ টাকা।

টয়লেটটির উদ্বোধন শেষে অপি করিম বলেন, “যে এটি ব্যবহার করছে এবং যারা এটি তৈরি করেছে - দুপক্ষকেই টয়লেটটি পরিষ্কার রাখার ক্ষেত্র দায়িত্বশীল হতে হবে।”

মার্কেটের মতো জনসমাগমপূর্ণ জায়গায় আরও টয়লেট নির্মাণ করা হলে তা নারীদের জন্য সহায়ক হবে বলে মনে করেন এ অভিনেত্রী।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে জনসাধারণকে জানাতে গণমাধ্যমকেও তাগিদ দেন তিনি।

উদ্বোধনের পর মার্কেটে আসা ফারহানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেটের টয়লেটগুলো একেবারে ব্যবহারের অনুপোযোগী। আর মেয়েরা তো নিরাপত্তার কারণে সব টয়লেটে যেতেও পারে না।

“এই টয়লেট যথেষ্ট পরিষ্কার আর আধুনিক। এমন টয়লেট থাকলে তো নারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহারে আগ্রহী হবে।”

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থায়নে ‘ভূমিজ’ সামাজিক উদ্যোগের পাইলট প্রকল্প হিসেবে চালু হয় এ টয়লেটটি। ঢাকা সিটি করপোরেশনের সহযোগিতায় মার্কেটেরই একটি টয়লেট সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমাগম, পথচারীদের প্রবেশের সুবিধা, নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে রাজধানীর ৩২টি স্থানে টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের পরিচালক ফয়সাল চৌধুরী, নূর ম্যানশন মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ জীবন উপস্থিত ছিলেন।